ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৯৯৭

রিজেন্ট হাসপাতাল মালিক সাহেদ পলাতক: ৭ আসামি রিমান্ডে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৫ ৮ জুলাই ২০২০  

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ পলাতক। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে  অভিযান চালাচ্ছে র্যাব। এদিকে করোনা টেস্ট না করেই ভুয়া প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপকসহ ৮ আসামিকে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত। 

 

 বুধবার  দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। তবে, উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল।

 

তবে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রিমান্ড শুনানিকালে তাদের আদালতের এজলাসে তোলা হয়নি। এর কয়েক ঘণ্টা আগে তাদের আদালতের হাজতখানায় হাজির করা হয়। 

 

 করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অনিয়ম ধরা পড়ায় গত মঙ্গলবার  রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয়া হয়।

 

এর পরপরই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা (মামলা নম্বর- ৫) করে র‌্যাব। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর